জেলার পটভূমিঃ
পঞ্চগড় একটি প্রাচীন জনপদ। প্রাচীন ও মধ্য যুগে এই ভূখণ্ডের পাশেই ছিল মগধ, মিথিলা, গৌর, নেপাল, ভুটান, সিকিম ও আসাম রাজ্যের সীমান্ত। পঞ্চগড় জেলা বর্তমানে যে রকম একটি সীমান্ত অঞ্চল অতীতেও এইরকম ছিল। এই ভূখণ্ডটি পর্যায়ক্রমে শাসিত হয়েছে প্রাগ-জ্যোতিষ, কামরূপ, কামতা, কুচ বিহার ও গৌর রাজ্যের রাজা, বাদশা, সুবাদার এবং বৈকুন্ঠপুর অঙ্গ রাজ্যের দেশীয় রাজা ও ভূস্বামীদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। খ্রিস্টীয় ২য়, ৩য় শতকের মধ্যে রাজা শালিবাহন, রাজা পৃথু এবং রাজা জল্লেশ পঞ্চগড়ের শালবাহান ও ভিতরগড় এলাকায় রাজ্য ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলেছিলেন। মৌর্য, গুপ্ত ও পাল রাজারাও এই অঞ্চল শাসন করেছিলেন।
১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয়। ১৯৮০ সালের ঠাকুরগাঁও মহকুমার ৫ টি থানা যথাক্রমে তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারি, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। তার সদর স্থাপিত হয় পঞ্চগড় থানায়। প্রহম মহকুমা প্রশাসক ছিলেন সৈয়দ আব্দুর রশিদ (০১-০১-১৯৮০ থেকে ৩১-১২-১৯৮২ পর্যন্ত)। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয়। পঞ্চগড় জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন আ স ম আব্দুল হালিম (০১-০২-১৯৮৪ থেকে ১৬-০৬-১৯৮৫ পর্যন্ত)। বর্তমানে মোহাম্মদ সালাহউদ্দিন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয়। ১৯৮০ সালের ঠাকুরগাঁও মহকুমার ৫ টি থানা যথাক্রমে তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারি, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। তার সদর স্থাপিত হয় পঞ্চগড় থানায়। প্রহম মহকুমা প্রশাসক ছিলেন সৈয়দ আব্দুর রশিদ (০১-০১-১৯৮০ থেকে ৩১-১২-১৯৮২ পর্যন্ত)। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয়। পঞ্চগড় জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন আ স ম আব্দুল হালিম (০১-০২-১৯৮৪ থেকে ১৬-০৬-১৯৮৫ পর্যন্ত)। বর্তমানে মোহাম্মদ সালাহউদ্দিন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পঞ্চগড় জেলার নামকরণঃ
পঞ্চগড় জেলার নমকরনের পেছনে রয়েছে এক অনন্য ইতিহাস। পঞ্চগড় নামাকরন সম্পর্কে অনেক মত প্রচলিত আছে, কেউ কেউ মনে করেন এই অঞ্চলটি অতি প্রাচীনকালে পুন্ড্রুনগর রাজ্যের অন্তর্গত পঞ্ছনগরী নামে একটি অঞ্চল ছিল। যা কালক্রমে পঞ্ছনগরী, পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। পাঁচ গড়ের সমাহার "পঞ্চগড়" নামের অপভ্রংশ হিসেবে 'পঞ্চগড়' নামটি এই অঞ্চলে বহুকাল প্রচলিত ছিল। কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড় ছিল সে বিষয়ে কোন সন্দেহ থাকতে পারেনা। কারন বহুল প্রচলিত মত এই যে, এই অঞ্চলে পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারনেই পঞ্চগড় নামটির উৎপত্তি। গড়গুলো হচ্ছে ভিতরগড়, মীরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়।
ভৌগোলিক সীমানাঃ
পঞ্চগড় জেলার মোট আয়তন ১৪০৪.৬৩ বর্গ কিলোমিটার। পঞ্চগড় জেলার তিন দিকেই সীমান্ত অঞ্চল। এই সীমান্ত অঞ্চলের আয়তন ১৮০ মাইল বা ২৮৮ কিলোমিটার। পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
উপজেলা সমূহঃ
পঞ্চগড় জেলায় মোট ৫ টি উপজেলা রয়েছে। এগুলো নিম্নে দেওয়া হলঃ
- পঞ্চগড় সদর উপজেলা
- দেবীগঞ্জ উপজেলা
- তেতুলিয়া উপজেলা
- আটয়ারি উপজেলা এবং
- বোদা উপজেলা।
ঐতিহাসিক স্থান সমূহঃ
এই জেলায় রয়েছে অনেক ঐতিহাসিক স্থান। যা প্রতিবছর বহু পর্যটকের মন আকর্ষণ করছে সেই প্রাচীনকাল থেকে।
- ভিতরগড়
- মহারাজার দীঘি
- চা বাগান
- মির্জাপুর শাহী মসজিদ
- তেতুলিয়া পিকনিক কর্নার
- বাংলাবান্ধা জিরো পয়েন্ট
- বাংলাবান্ধা স্থল বন্দর
- রকস মিউজিয়াম এবং আরোও অনেক কিছু রয়েছে এই জেলায়।
আমাদের পরবর্তী পোষ্টে এই জেলার বিখ্যাত বাক্তিত্ত, ইতিহাস ও ঐতিহ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অর্থনীতি নিয়ে আলোচনা করা হবে।
0 প্রতিক্রিয়া:
একটি মন্তব্য পোস্ট করুন