দিনাজপুর জেলার পটভূমিঃ
দিনাজপুর জেলা একসময় নামকরা জনপদ পুণ্ড্রবর্ধন এর একটি অংশ ছিল। তৎকালীন ইংরেজি শাসকদের "The British Administrative control" এখানে ১৭৮৬ সনে গঠিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং এর নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। সেই জেলার জনগনেরা তেভাগা আন্দোলনে অংশগ্রহন করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর জেলা ৬ এবং ৭ নম্বর সেক্টরে ছিল।
বর্তমানে দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রসাশনিক অঞ্চল ।
উপজেলা সমূহঃ
- বিরামপুর উপজেলা
- বীরগঞ্জ উপজেলা
- বোচাগঞ্জ উপজেলা
- ফুলবাড়ি উপজেলা
- চিরিবন্দর উপজেলা
- ঘোড়াঘাট উপজেলা
- হাকিমপুর উপজেলা
- কাহারোল উপজেলা
- খানসামা উপজেলা
- দিনাজপুর সদর উপজেলা
- নবাবগঞ্জ উপজেলা
- পার্বতীপুর উপজেলা
- বিরল উপজেলা
সীমারেখাঃ
দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলা। দক্ষিণে জয়পুরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ। পূর্বে রংপুর এবং নীলফামারী উপজেলা। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর জেলা। প্রধান নদীসমূহ হচ্ছে পুনর্ভবা এবং আত্রাই।
শিল্প ও বাণিজ্যঃ
দিনাজপুর জেলায় যে সকল শিল্প কারখানা গড়ে উঠেছে তার বেশিরভাগই কৃষি ভিত্তিক। কারন দিনাজপুর একটি কৃষি সমৃদ্ধ জেলা। এসব শিল্প কারখানার মধ্যে সেতাবগঞ্জ সুগার মিলস লিঃ এবং দিনাজপুর টেক্সটাইলস লিঃ অন্যতম। কাটারীভোগ, কালাজিরা চাল, আম ও লিচুর জন্য বিখ্যাত এই উপজেলা। দেশের সিংহভাগ চালের যোগান দিয়ে থাকে দিনাজপুর জেলা তাই এই জেলাকে দেশের শস্যভাণ্ডার বলা হয়ে থাকে।
দিনাজপুর জেলার বিশেষ বিশেষ স্থানের বিবরন এবং এই জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিচয় আমাদের পরবর্তী পোস্টে দেয়া হবে। ধন্যবাদ।
El Yucateco Casino & Hotel - Mapyro
উত্তরমুছুনFind El Yucateco Casino & Hotel, 의정부 출장안마 El Yucateco Casino & Hotel, compare 포천 출장안마 prices, see 9 포항 출장안마 photos and read 632 reviews: "I got a 아산 출장샵 reservation for $14.99 and 군포 출장마사지 the same is Rating: 4.1 · 623 reviews