Recent Comments

Ads Here [468*60]
Ads Here [468*60]
সর্বশেষ পোস্ট
Loading...

এক নজরে কুড়িগ্রাম জেলা

৬:২৩ PM
কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

কুড়িগ্রাম জেলার পটভূমিঃ

১৮৭৫ সালের ২২ এপ্রিল মোট ৮টি থানা নিয়ে কুড়িগ্রাম মহকুমার জন্ম হয়। এরপর ১৯৮৪ সালের ২৩ জানুয়ারী রাজারহাট উপজেলা সহ মোট ৯ টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলায় উন্নীত হয়। কুড়িগ্রাম জেলা কবে জনপদ হিসেবে গড়ে উঠেছে তার সঠিক দিনক্ষণ পাওয়া না গেলেও জনপদ হিসেবে এই অঞ্চল যে অনেক প্রাচীন তার অনেক প্রমান রয়েছে। এই অঞ্ছলে আর্যরা আসার পূর্বে  অনার্যরা বাস করত।

পণ্ডিত জাবুলিন শখের মতে প্রত্ন প্রস্তর যুগে এই অঞ্ছলে বাস করত অস্ত্রিক জাতিভুক্ত নিগ্রো সম্প্রদায়রা। তারপর এখানে সংমিশ্রণ ঘটে অনার্য দ্রাবিড় ও মঙ্গলীয়দের। প্রাগৈতিহাসিক যুগে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় যে মানব সমাজ গড়ে উঠে তারাই মুলত এই জেলার আদি অধিবাসী। 

কুড়িগ্রাম জেলার নামকরণঃ

কুড়িগ্রাম জেলার নামকরন নিয়ে নানা মতবাদ প্রচলিত রয়েছে। তার কিছু কিছু বিষয় সমর্থন যোগ্য মনে হতে পারে। জানা যায়, মহারাজা বিশ্ব সিংহ একসময় কুঁড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্ছলে প্রেরণ করে। এই কুঁড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরন হয়েছে বলে ধারনা করা হয়।  অন্য এক ইতিহাস থেকে জানা যায় যে, অনার্যদের গননার পদ্ধতি কুড়ি থেকে কুড়িগাঁও, পরবর্তীতে কুড়িগঞ্জ এবং তার পরবর্তীতে কুড়িগ্রাম নাম হিসেবে কুড়িগ্রাম জেলার নামকরন হয় বলে ধারনা করা হয়।

ভৌগলিক সীমানা রেখাঃ

কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা। এই জেলার আয়তন ২,২৫৫.২৯ বর্গ কি. মি.। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা, দক্ষিনে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের আসাম প্রদেশের ধুবড়ি ও মেঘালয় রাজ্যের তুরা পার্বত্য জেলা। পশ্চিমে লালমনিরহাট ও  রংপুর জেলা। আন্তর্জাতিক সীমারেখা রয়েছে ২৭৮.২৮ কিলোমিটার।

নদনদী সমূহঃ

কুড়িগ্রাম জেলার প্রধান নদনদী গুলো হচ্ছেঃ ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমার, সোনাভরি, জিঞ্জিরাম, গঙ্গাধর ও হলহলিয়া। এ ছাড়াও নীলকমল, শিয়ালদহও, কালজানি, জলছিরা ও ধরনি এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই জেলায় ভারতীয় ছিটমহল রয়েছে ১২ টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল রয়েছে ১৮ টি।


উপজেলা সমূহঃ

এই জেলায় মোট ৯ টি উপজেলা রয়েছে। উপজেলা গুলো হলঃ
  • উলিপুর জেলা
  • কুড়িগ্রাম সদর উপজেলা
  • চর রাজীবপুর উপজেলা
  • চিলমারি উপজেলা
  • নাগেশ্বরী উপজেলা
  • ফুলবাড়ি উপজেলা
  • ভুরুঙ্গামারী উপজেলা
  • রাজারহাট উপজেলা
  • রৌমারি উপজেলা

 আকর্ষণীয় স্থানঃ

কুড়িগ্রাম জেলায় রয়েছে অনেক আকর্ষণীয় স্থান। এগুলো হলঃ
  • ধরলা ব্রিজ
  • ধরলা বাধ
  • স্বাধীনতার বিজয় স্তম্ভ
  • চান্দামারি মসজিদ
  • পাঙ্গা জমিদার বাড়ি
  • বেহুলার চর
  • সোনাহাট ব্রিজ
  • ফুলসাগর
  • নাওডাঙ্গা জমিদার বাড়ি
আমাদের পরবর্তী পোস্টে এই জেলার বিখ্যাত বাক্তিত্ত ও পরিসংখ্যান তুলে ধরা হবে। 

2 প্রতিক্রিয়া:

 
প্রবেশ করুন